শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (১২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে এ কর্মসূচি পালন করেন তারা। পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করেন।

ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের আহবায়ক লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম,কে আকতার টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সাজ্জাদ হোসেন শাওন। 

নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষণ অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করবেন তারা।

বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। এই জিয়া মঞ্চ জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত হতে দেবো না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক তারিকুল ইসলাম তারিক, সদস্য সচিব সৈয়দ ইব্রাহিম আলী। এ ছাড়া জেলা ও সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়