শিরোনাম
◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ◈ সবার সঙ্গে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ◈ সব প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: আসিফ নজরুল ◈ বলের আঘাতে মালিকের স্ত্রী ব্যাংককের হাসপাতালে থাকায় রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকে বিলম্ব ◈ ঢাকা ক্যাপিটালস দাঁড়াতেই পারলো না, তামিমের ফিফটিতে সহজ জয় বরিশালের ◈ জুলাই-অগাস্টে নির্বাচন চাইলেও বিএনপি কতটা প্রস্তুত ◈ মুগ্ধের মৃত্যু পুলিশের নাকি অন্য কারো গুলিতে, জানালেন স্নিগ্ধ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (১২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে এ কর্মসূচি পালন করেন তারা। পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করেন।

ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের আহবায়ক লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম,কে আকতার টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সাজ্জাদ হোসেন শাওন। 

নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষণ অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের এই কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করবেন তারা।

বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। এই জিয়া মঞ্চ জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত হতে দেবো না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক তারিকুল ইসলাম তারিক, সদস্য সচিব সৈয়দ ইব্রাহিম আলী। এ ছাড়া জেলা ও সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়