শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গী ও সন্ত্রাস ও মাদক মামলার আসামীসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

আইরিন  হক, বেনাপোল (যশোর)  প্রতিনিধি:  জঙ্গী, সন্ত্রাস ও মাদক মামলার আসামীসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত ১২ জনের মধ্যে ৩ জন পলাতক আসামী এবং  ৯ জন অবৈধ অনুপ্রবেশকারী নারী,পুরুষ রয়েছে।

শুক্রবার(১০ জানুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে  ট্রাভেল পারমিটে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

এর আগে গত ২৭ ডিসেম্বর ফেরত পাঠায় ময়মনসিংহে ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামী জঙ্গী রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে।  ফেরত তিন আসামীদেরকর  পোর্টথানা পুলিশের কাছ থেকে সংশিষ্ট থানা পুলিশ গ্রহন করেছে। আর  ভাল কাজের সন্ধ্যানে যাওয়া ৯ অবৈধ অনুপ্রবেশকারীকে রাইটস যশোর নামে এনজিও সংস্থ্যা  আইনী সহয়তা দিতে জেম্মায় নিয়েছে।  
ফেরত আসা আসামীরা হলেন,  খুলনা পাইকগাছার কাশিম নগরেরর  মোসলেম সর্দারের ছেলে রিয়াজুল ইসলাম,  নরসিংদীর রায়পুরা এলাকার আয়নাল হক খন্দকারের ছেলে ওমর ফারুক ও   গাজীপুরের টঙ্গী পুর্বথানার রমজান আলীর ছেলে সুমন সরকার।

পলাতক ৩ আসামীর মধ্যে  সন্ত্রাস মামলার দুই আসামী রিয়াজুল ইসলাম ও ওমর ফারুক।  নরসিংদীর রায়পুর থানায়  তাদের বিরুদ্ধে পুলিশকে মেরে আসামী ছিনতাইয়ের অভিযোগে ২০২২ সালে ডিএমপি কতোয়ালী থানায় মামলা হয়েছিল। অপর জন মাদক মামলার পলাতক আসামী  মামুন ওরফে সুমন সরকার।তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রয় আইনে গাজিপুর টঙ্গী পূর্ব  থানায় মাদকসহ একাধিক  মামলা ছিল  ।  
 
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক রাসেদুজ্জামান  জানান,  ফেরত আসা আসামীরা গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে অবস্থান নেয়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে ছিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তথ্য অনুসন্ধ্যানে বাংলাদেশ সরকার ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়। ফেরত আসা আসামীকে সংশিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয় এবং অনান্য ৯ অনুপ্রবেশকারীকে  রাইটস যশোর  এনজিও সংস্থ্যার হাতে তুলে দেওয়া হয়েছে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়