হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর এলাকার মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ সমবেত হন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ,কে,এম কিবরিয়া স্বপন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর কবির, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ,এফ,এম কইয়ূম জুঙ্গি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।