শিরোনাম
◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামের মানুষ জানেন ‘লটারির টাকায়’ বড় ব্যবসায়ী সোহেল

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] সম্প্রতি বিসিএস’সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামের আবু সোলেমান সোহেল। নিজ গ্রামে তার পরিচিতি ঢাকার বড় ব্যবসায়ী হিসেবে। খবরটি জানাজানির পর গ্রামের বাড়ি কুমিল্লার বানাশুয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

[৩] জানা গেছে, মিরপুরে ব্যবসা করতেন বলে এলাকাবাসীকে জানাতেন সোহেল। গ্রামে বড় বাড়ি না করলেও ঢাকাতে তার গাড়ি-বাড়ি সবই আছে বলে জানান এলাকাবাসী।

[৪] সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, সোহেলের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে। তার বাবার নাম আবদুল ওহাব। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এলাকার লোকজন তাকে আবদুল ওহাব বিএসসি নামে চেনেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সোহেল সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন বলে পরিবারকে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবিও রয়েছে তার ফেসবুকে। তবে গ্রেপ্তারের পর তার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সনদ নিয়ে সন্দেহ করছেন এলাকার মানুষ। 

[৫] ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, ঢাকা থেকে সোহেল যখন বাড়ি আসতো তখন একা একা চলাফেরা করতো। কারও সঙ্গে তেমন মেলামেশা করতো না। তবে এলাকার লোকজন জানতো আমেরিকার কোন এক লটারিতে সোহেল কোটি টাকা পেয়েছে। সেই টাকায় এখন সে বড় ব্যবসায়ী। স্থানীয়দের কাছে কোটিপতি সোহেল নামেও বেশ পরিচিত সে।

[৬] অনেকেই জানান, সোহেল ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। তিনি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে জানা নেই। এ নিয়ে তদন্ত হলে অনেক কিছু বের হতে পারে। এটাও ভুয়া হতে পারে। 

[৭] সোহেলের ফেসবুকের নাম আবু সোলায়মান এম সোহেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহেল দুর্নীতিবাজদের কঠোর সমালোচনা করে পোস্ট দিতেন। 

[৯] ২০১৭ সালের ২৩ নভেম্বর একটি লেখা পোস্ট করে সোহেল। তাতে লেখা ছিল, ‘আগে বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝি; যে সার্টিফিকেট মনুষ্যত্ব, মানবিকতা, মূল্যবোধ, নৈতিকতা,সামাজিকতা শেখাতে পারে না; সে সার্টিফিকেট এক টুকরো কাগজ ছাড়া আর কিছু নয় আমার নিকট!’

[১০] স্থানীয় লোকজন জানান, সোহেলের বড় ভাই সুজনের স্বর্ণের দোকান আছে কুমিল্লা নগরীর ছাতিপট্টিতে। তার মেজো ভাই খালেদেরও আছে স্বর্ণের দোকান। দুটো দোকানের নামই ওহাব জুয়েলার্স। এই দুই দোকানে সোহেলের বড় বিনিয়োগ আছে বলে জানা যায়। গেল রমজানের ঈদের আগে সোহেল বাড়ির পাশে ৬০ শতক জমি দেড় কোটি টাকায় কিনে নেয়। এছাড়া এলাকার লোকজন জানে, সোহেল ঢাকায় বড় গার্মেন্টস ব্যবসায়ী। এত কম বয়সে এত টাকার মালিক হওয়ায় সোহেলকে নিয়ে এলাকায় সমালোচনা চলছে।

[১১] এবিষয়ে জানতে চাইলে সোহেলের বড় ভাই খালেদ হোসেনকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়