শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে কলাপাড়া থানায় জিডি

উত্তম হাওলাদার, কলাপাড়া: [২] যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ’র বিরুদ্ধে কলাপাড়া থানায় জিডি হয়েছে। 

[৩] গতকাল শনিবার রাতে এ সাধারন ডায়রীটি দায়ের করেন উপজেলা ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো.রফিকুল ইসলাম। 

[৪] জিডির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) রাত ৮টার দিকে বাবলাতলা বাজারের নিউ সাউথ বাংলা মিষ্টান্ন ভান্ডারে নাস্তা খেতে আসলে আনারস প্রতিকের প্রার্থী ও তার কর্মীরা তাকে অশ্লীল ভাষায় গালমন্ধ, এলোপাথারী চড় থাপর মারে এবং জামা কাপর ধরে টেনে হিচড়ে বোতাম ছুড়ে ফেলে। যাওয়ার সময় তাকে হুমকি দেয়া হয়। এতে ভীত সন্ত্রন্ত হয়ে পড়েন রফিকুল।

[৫] এ বিষয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ বলেন, আমি তার সাথে কোন রকম খারাপ ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

[৬] কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ দায়েরকৃত জিডির কথা স্বিকার করে সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা হাতে পেলে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

[৭] প্রসংগত, চতুর্থ ধাপে অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ। নির্বাচনে তিনি ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের কাছে পরাজিত হন। ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম ঘোড়া প্রতিকের কর্মী হয়ে কাজ করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়