শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ মে, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৪, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে দিল সন্তান

তপু সরকার হারুন, শেরপুর: [২] সংসারের খরচের টাকা চাওয়াই ছেলে মাকে পিটিয়ে পা ভেঙে দিলো। এমন ঘটনা ঘটেছে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামে। 

[৩] সোমবার (২০ মে) দিবাগত রাতে ছেলে মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[৪] ঝিনাইগাতী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুর রহমানের
কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসার খরচ বাবদ কিছু টাকা চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টাকা না দিয়ে উল্টো মায়ের গায়ে হাত তুলে এবং মারধর করাসহ দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুটি পা ভেঙে দেয়। 

[৫] এ ঘটনার পর সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলকে মৌখিকভাবে বিষয়টি জানান।

[৬] বিষয়টি জানামাত্রই ওসি বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে
ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে বৃদ্ধার স্বামী রিয়াজ উদ্দিন বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতেই তাকে গ্রেপ্তার করে।

[৭] ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, সন্তান কর্তৃক মা নির্যাতনের শিকার এমন ঘটনাটি জানামাত্রই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়