শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৭ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ঘণ্টা বন্ধের পর বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল শুরু

তিন ঘণ্টা বন্ধের পর বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট: তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল। সময় অনলাইন

শনিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রাত ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর ২১ নাম্বার পিলারের কাছে পৌঁছালে চারটি চাকা ফেটে যায়। এতে সেতুর রেলিংয়ের উপরে হেলে পড়ে ট্রাকটি।

মোসাদ্দেক হোসেন আরও বলেন, এসময় ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো বঙ্গবন্ধু সেতুর রেল লাইনের উপরে গিয়ে পড়লে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।

খবর পেয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে উদ্ধারকর্মীরা গাছের গুঁড়িগুলো সরিয়ে নিলে রাত ২টার দিকে স্বাভাবিক হয় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বলে জানান তিনি।

ট্রাকটিতে ক্ষমতার চেয়ে অধিক মালামাল বহন করায় সেটির পেছনের চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়