শিরোনাম

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রামপুরা থানাধীন  খিলগাঁও  হাজিপাড়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামিয়া ইকরা বাংলাদেশ মাদ্রাসার জালালাইন (তাফসির বিভাগের) দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ ইকবাল হোসাইন (২১) এর মৃত্যু হয়েছে।

কুমিল্লা চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলামের ছেলে ইকবাল। তিন ভাই তিন বোন এর মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। রোববার ২৮ আগস্ট দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিলগাঁও খিদমা  হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক মোঃ আবু সালেহ্ জানান, দুপুরে মাদ্রাসার ম্যাচের পাশেই গোসলখানা সেখানে  গোসল করতে গিয়ে দরজা চাপানোর সময় বৈদ্যুতিক তারে চাপ লেগে লিক হয়ে যাওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মৃতের চাচাতো ভাই আশিক মাহমুদ জানান, খবর পাই ইকবাল মাদ্রাসা গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। 
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়