শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই অজ্ঞান পার্টির কবলে, সব হারালেন প্রবাসী

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পরে এক প্রবাসীর সর্বস্ব খোয়া গেছে। তার নাম আক্কাস আলী (৩৮)। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর কাকরাইল মোড় পুলিশবক্সের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ওই প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিমুজ্জামান জানান, তাদের বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে। আক্কাস আলী মালয়েশিয়া প্রবাসী। দ্বীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় থাকেন। সকাল ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে এলাকা থেকে ফোনে জানায় আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে আছে। পরে সেখানে গিয়ে আক্কাস আলীকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার সাথে কোন লাগেজ পাওয়া যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকালে কাকরাইল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী পরিস্কার করা হয়েছে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। স্বজনরা জানিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সর্বস্ব নিয়ে গেছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়