শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মোঃরফিকুল ইসলাম মিঠু  ঢাকা: সাভারের আশুলিয়ায় কারখানার ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তফা (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার রেডিয়েন্স পোশাক কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়