সুমাইয়া মিতু: [২] সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি থেলমা সাটক্লিফ মারা গেছেন। তার ভাগ্নে রবার্ট সোরেনসন বলেন, তিনি ওমাহাতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ অনুসারে, সাটক্লিফ ১৭ এপ্রিল, ২০২১-এ সবচেয়ে বয়স্ক আমেরিকান হয়েছিলেন। এছাড়াও তিনি বিশ্বের ৭ম বয়স্ক ব্যক্তি ছিলেন।
[৩] দীর্ঘদিনের বন্ধু লুয়েলা ম্যাসন জানান, সাটক্লিফ-এর দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি দূর্বল হলেও এ বয়সেও খুব তীক্ষ্ম ছিলেন তিনি। ম্যাসন আরো বলেন, সাটক্লিফকের দীর্ঘ জীবনের রহস্য হলো তিনি কখনো সন্তান প্রসব করেননি, কখনো ধূমপান করেননি এবং তিনি বিশ্বসী ছিলেন কখনোই কোনো কিছু নিয়ে চিন্তিত না থাকার বিষয়ে। সম্পাদনা: মোহাম্মদ রকিব