মামুন হোসেন : [২] পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ মঙ্গলবার কাবুল সফরে যাওয়ার কথা ছিল। এ নিয়ে আফগানিস্তানে ক্রমাগত পাকিস্তান বিরোধী বিক্ষোভ চলছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউসুফের সফর বাতিল করে পাকিস্তান। কাবুলে পাকিস্তান দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, বিক্ষোভের আয়োজক আজিম আজিমি নামের এই ব্যক্তিকে তালিবান গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে। দ্য ডন
[৩] তালিবান অভিযোগ করেছে, মানবাধিকার কর্মী আজিম আজিমি কাবুলে মোইদ ইউসুফের সফরের আগে পাকিস্তানে বিক্ষোভের আয়োজন করেছিল। সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক মানুষ আজিম আজমিকে সমর্থন করছেন।
[৪] কিছু সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী দাবি করেছেন তালিবান আজিম আজিমিকে গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে গেছে। আজিমকে বাঁচানোর জন্য মানুষ প্রতিনিয়ত আবেদন করছে।