শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাভীকে ‘ধোঁকা’ দিয়ে বাড়তি দুধ পাচ্ছেন খামারি

সাজিয়া আক্তার: গাভীর দৈনিক দেয়া দুধে পোষাচ্ছিল না খামারির। আরও দুধ চায় তার। তাই তিনি রাশিয়ার এক খামারির বুদ্ধি অনুসরণ করেন। ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে সফলও হয়েছেন তিনি। ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ওই খামারি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির তৈরি (ভিআর) গগলস পরিয়ে গাভীকে বিভ্রান্ত করে আদায় করে নিচ্ছেন বাড়তি দুধ। যমুনা টিভি

ভিআর এমন এক প্রযুক্তি, যা ব্যবহারে কল্পনা বা চেতনা বাস্তব হয়ে চোখের সামনে ভেসে ওঠে। দুধ দোয়ানোর আগে, ওই খামারি গাভীদের সেই ভিআর গগলস পরিয়ে দেন। এতে গাভীগুলো চোখের সামনে সবুজ চারণভূমি দেখে। স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে দুধ দেয় বেশি।

তুরস্কের আনাতোলিয়া রাজ্যের আকসারায়ে শহরের পুরোনো খামার ব্যবসায়ী ইজেট কোচাক। ২০১৮ সালে এই ব্যবসা শুরু করেন। বর্তমানে তার খামারে আছে ১৮৮টি গৃহপালিত প্রাণী। খামারের মালিক বলেন, গরুকে পুষ্টিকর খাবার খাইয়েও লাভ হয়নি। একদিন জানতে পারি, রাশিয়ায় ভিআর প্রযুক্তি ব্যবহার করে খামারিরা বাড়তি দুধ পাচ্ছেন। আমিও সেই পথেই হাঁটি।

ইজেট আরও বলেন, ভিআর গগলস পরানো হলে গাভীগুলো মনে করে যে তারা রুদ্ধ কোনো জায়গায় নেই। খোলা আকাশের নিচে সবুজ চারণভূমিতে আছে। সাথে বাজতে থাকে ক্লাসিক্যাল মিউজিক। আর এর ফলে আগে যেখানে দিনে গড়ে ২২ লিটার করে দুধ পেতাম, এখন পাচ্ছি ২৭ লিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়