ফাহাদ ইফতেখার: [২] শুক্রবার রোচে জানায়, সুইডিশ ফার্মাসিটিক্যালস কোম্পানি রোচের অধীনস্ত ডায়াগনস্টিক কোম্পানি টিআইবি মলবিওল নতুন তিনটি টেস্ট কিট উদ্ভাবন করেছে। আর এসব টেস্ট কিট করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশন শনাক্তে সাহায্য করবে। রয়টার্স
[৩] রোচের প্রধান থমাস শিনেকার এক বিবৃতিতে বলেন, আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি যা বিশেষত করোনাভাইরাসের নতুন ওমিক্রমন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত করতে সক্ষম। এটির বৈশিষ্ট্য এবং ছড়িয়ে পড়া সম্পর্কে জানতে এই পরীক্ষা কাজে দেবে।
[৪] বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার তাৎক্ষণিকভাবে কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিক কেসগুলোর ডাটাবেসগুলো পরীক্ষা করছে, ভ্রমনকারীদের ওপর নজরদারি করছে এবং নতুন রূপের ভাইরাল জিনোমগুলো ডিকোড করছে কারণ এটি কতদূর ছড়িয়েছে তারা তা পরিমাপ করার চেষ্টা করছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব।