স্পোর্টস ডেস্ক: [২] ভারতের টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুকুটে নয়া পালক। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন হ্যারি। মেয়েদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে হরমনপ্রীত ৩৯৯ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেটও।
[৩] ২ বছর পর ডাব্লিউবিবিএলে ফিরে হরমনপ্রীত কৌর দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১১টি ইনিংসে ৬৬.৫০ গড়ে ৩৯৯ রান করেছেন। এবং প্রতি ওভারে ৮ রানের কম দিয়ে দুর্দান্ত ইকোনমি রেট রেখে ১৫টি উইকেট নিয়েছেন। পাশাপাশি এই টুর্নামেন্টে তিনি ১৮টি ছয় মেরে, ছক্কা হাকানোর তালিকাতেও শীর্ষে রয়েছেন।
[৪] টুর্নামেন্টের সেরার পুরস্কারের ভোটিংয়ে পার্থ স্কোচার্সের অধিনায়ক সোফি ডিভাইন এবং ওই দলেরই উইকেটকিপার-ব্যাটার বেথ মুনিকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের এই ক্রিকেটার। তার প্রাপ্ত ভোট ৩১। সোফি ও বেথ পেয়েছেন ২৮টি করে ভোট। - টিভি৯বাংলা ডটকম, সম্পাদনা : এল আর বাদল