শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : [২] খেলার ৯০ মিনিটে ওয়াসিক রাজ্জাবে পেনাল্টি থেকে করা গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধারে হেরে চার জাতির টুর্নামেন্টে রাউন্ড-রবিন লিগ থেকেই বিদায় নিলো জামাল ভূঁইয়ার দল। এই জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান চার পয়েন্ট এবং গোল ব্যবধান হলেও শ্রীলঙ্কা তিন ম্যাচে বাংলাদেশের চেয়ে বেশি গোল দেয়ায় ১৯ নভেম্বর স্বাগতিকরা সিশেলসের সঙ্গে ফাইনাল খেলবে।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) রেসকোর্স স্টেডিয়ামে লঙ্কানদের পক্ষে দুটি গোলই দেন আহমেদ ওয়াসিম রাজিক। বাংলাদেশের হয়ে গোলটি করেন জুয়েল রানা। প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন তপু বর্মণ।

[৪] প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চাপে রাখে। ৫০-৫৫ মিনিটে বাংলাদেশ টানা ছয়টি কর্নার আদায় করে। গোলরক্ষক সুজন পেরেরার অসাধারণ সেভ ডিফেন্ডারদের গোললাইন সেভে বাংলাদেশ ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৭৩ মিনিটে জুয়েল রানা বক্সের ভেতর ফাঁকা বল পান। গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে প্লেসিং করে বল জালে পাঠান।

[৫] ম্যাচের বাকি সময় দশ জন নিয়ে খেলা শ্রীলঙ্কাকে আরো গোল করতে পারেনি বাংলাদেশ। ৮৯ মিনিটে শ্রীলঙ্কা থ্রো ইন পায়। সেই থ্রো ইন বাংলাদেশের বক্সে হ্যান্ডবল হয়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আনিসুর রহমান জিকোর পায়ে লেগেই রাজিকের পেনাল্টি শট গোল হয়।

[৬] কলম্বোর মাঠটি ছিল কাদায় ভরপুর। খেলা শুরুর আগে বালু দেওয়ায় আরও ভারী হয়েছিল মাঠ। যে মাঠে স্বাভাবিক ফুটবল খেলা দুষ্কর। তারপরও পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরে সম্ভাবনার সামনে দাঁড়িয়েও পারলো না শ্রীলংকাকে হারাতে।

[৭] এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম হার। সিসেলসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সম্ভাবনা তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রয়োজনীয় ম্যাচে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা শ্রীলংকাকে আটকে রাখতে পারলো না মারিও লেমোসের দল। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) শিরোপার লড়াইয়ে লঙ্কানদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ সেশেলস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়