শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগড় পৌরসভা: নির্বাচন কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে ৭ প্রার্থীর মামলা

মোবারক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: [২] খাগড়াছড়ির রামগড় পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এ ইভিএমে কারচুপির অভিযোগ তুলে রির্টানিং কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ৭ কাউন্সিলর প্রার্থী।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালতে এ মামলা করেন।

[৩] মামলার আবেদনে তারা নির্বাচনী ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের আবেদন করেন। মামলায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রামগড় পৌরসভা সাধারন নির্বাচন-২০২১এর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও এ মামলায় মোকাবেলা বিবাদী করা হয়েছে।

[৪] মামলায় রামগড় পৌরসভার ১, ২, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম দিয়ে কারচুপি করায় মাস্টার কার্ড তলব, কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা না করে বিধিভঙ্গে করায় ফলাফল বাতিলসহ পরবর্তী গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করা হয়।

[৫] মামলার বাদীরা হলেন- রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আলম(৩১) (উটপাখি), ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাদশা মিয়া (৫৪) (উটপাখি), ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার তারেক সুমন (৩৩) (উটপাখি), ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন (৩৩) (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজির আহম্মেদ (৫৪) (উটপাখি), ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহাব উদ্দিন (৪৪) (টেবিল ল্যাম্প) ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবছার (৩৮) (ডালিম) প্রতিক।

[৬] মামলার এজহারে বাদীরা অভিযোগ করেছেন, গত ২ নভেম্বর ৭ম ধাপে অনুষ্ঠিত রামগড় পৌরসভা নির্বাচনে ভোটারদের (ইভিএম) ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোট গণনার সময় নানা ছলচাতুরির মাধ্যমে তাদের পরাজিত দেখিয়েছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়