রাহুল রাজ:[২] গত বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের প্রতিশোধ নিতে এবারের বিশ্বকাপে শনিবার টসে জিতে প্রথম ফিল্ডিং করে ১৪.২ ওভারে মাত্র ৫৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় ইংল্যান্ড। ক্রিস গ্রেইল দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন। ম্যাচ সেরা আদিল রশিদ ২.২ ওভারে ২ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট।
[৩]জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮.২ ওভারে জয় নিজেদের করে নেয় ইংল্যান্ড। জর্জ বাটলার ২৪ ও ইয়ান মর্গান ৭ অপরাজিত থাকেন। ৭০ বল বাকি থাকতে জয় তুলে গত বিশ্বকাপের হারের ভালই প্রতিশোধ তুলেছে ইংল্যান্ড।