শিরোনাম
◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর ◈ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাল এনসিপি ◈ 'ভাবতে পারিনি আমি কখনো নির্বাচন করতে পারবো'

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৪১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বন্যহাতির তাণ্ডবে ধানক্ষেত নষ্ট আতঙ্কে কৃষকেরা, থানায় জিডি

আয়াছ রনি: [২] কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কের আশপাশ এলাকায় বেশ কিছুদিন যাবত অবস্থান করেছে বন্যহাতির পাল।

[৩] ওই পালে ৮-১০টি বন্যহাতি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে বন্যহাতির পালটি সময়ে সময়ে হানা দিচ্ছে আশপাশের ধানক্ষেতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে।

[৪] সর্বশেষ গত ১৭ অক্টোবর ভোরে বন্যহাতির পাল হানা দিয়েছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভী কাটা গ্রামের উত্তর পাশে বেশকিছু ধানী জমিতে। ওইসময় হাতির পালটি বেসুমার ক্ষেতের সোনালী ফসল লুটে নিয়েছে। পাশাপাশি ক্ষেতের ভেতরে হাটাহাটি করে ব্যাপক তাণ্ডব চালিয়ে নষ্ঠ করেছে ধানক্ষেত।

[৫] এই অবস্থায় ক্ষেতের সোনালী ফসল ধান রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে গত ১৭ অক্টোবর চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ধানক্ষেত মালিক ওই এলাকার মোহাম্মদ আলী। পাশপাশি তিনি বিষয়টি স্থানীয় বনবিভাগকেও অবহিত করেছেন। খবর পেযে ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৬] ক্ষতিগ্রস্থ কৃষক ডুলাহাজারা ইউনিয়নের মৌলভী কাটা গ্রামের মনির আহমদের ছেলে মোহাম্মদ আলী চকরিয়া থানায় লিখিত জিডিতে জানান, তার বসতবাড়ির উত্তর পাশে পাহাড়ের লাগোয়া তিন বিঘা জমিতে তিনি এবছর ধান রোপন করেছেন। কিন্তু কদিন আগে একটি বন্যহাতির পাল সেখানে এসে জমিনের বিপুল পরিমাণ ধান খেয়ে ফেলেছে। আবার কিছু জমির অংশের ধানক্ষেত হাটাহাটি করে তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিয়েছে। এতে আমার আর্থিকভাবে অপূরনীয় ক্ষতি হয়েছে।

[৭] বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জেনে ইতোমধ্যে ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষথেকে বন্যহাতিগুলো তাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়