শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৪১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বন্যহাতির তাণ্ডবে ধানক্ষেত নষ্ট আতঙ্কে কৃষকেরা, থানায় জিডি

আয়াছ রনি: [২] কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কের আশপাশ এলাকায় বেশ কিছুদিন যাবত অবস্থান করেছে বন্যহাতির পাল।

[৩] ওই পালে ৮-১০টি বন্যহাতি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে বন্যহাতির পালটি সময়ে সময়ে হানা দিচ্ছে আশপাশের ধানক্ষেতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে।

[৪] সর্বশেষ গত ১৭ অক্টোবর ভোরে বন্যহাতির পাল হানা দিয়েছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভী কাটা গ্রামের উত্তর পাশে বেশকিছু ধানী জমিতে। ওইসময় হাতির পালটি বেসুমার ক্ষেতের সোনালী ফসল লুটে নিয়েছে। পাশাপাশি ক্ষেতের ভেতরে হাটাহাটি করে ব্যাপক তাণ্ডব চালিয়ে নষ্ঠ করেছে ধানক্ষেত।

[৫] এই অবস্থায় ক্ষেতের সোনালী ফসল ধান রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে গত ১৭ অক্টোবর চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ধানক্ষেত মালিক ওই এলাকার মোহাম্মদ আলী। পাশপাশি তিনি বিষয়টি স্থানীয় বনবিভাগকেও অবহিত করেছেন। খবর পেযে ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৬] ক্ষতিগ্রস্থ কৃষক ডুলাহাজারা ইউনিয়নের মৌলভী কাটা গ্রামের মনির আহমদের ছেলে মোহাম্মদ আলী চকরিয়া থানায় লিখিত জিডিতে জানান, তার বসতবাড়ির উত্তর পাশে পাহাড়ের লাগোয়া তিন বিঘা জমিতে তিনি এবছর ধান রোপন করেছেন। কিন্তু কদিন আগে একটি বন্যহাতির পাল সেখানে এসে জমিনের বিপুল পরিমাণ ধান খেয়ে ফেলেছে। আবার কিছু জমির অংশের ধানক্ষেত হাটাহাটি করে তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিয়েছে। এতে আমার আর্থিকভাবে অপূরনীয় ক্ষতি হয়েছে।

[৭] বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জেনে ইতোমধ্যে ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষথেকে বন্যহাতিগুলো তাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়