রাশিদুল ইসলাম : [২] মার্কিন সুপার মডেল ও সেলেব্রেটি কিম কার্দাশিয়ানের সাবেক স্বামী ‘রক সিঙ্গার’ কানিয়ে ওয়েস্টকে ভুলে যান। দাপ্তরিকভাবে তিনি এখন শুধুই ‘ইয়ে’ নামে পরিচিত হবেন। জন্মের পর কানিয়ে ওমারি ওয়েস্ট নাম রাখা হলেও তিনি তার নাম রীতিমত কাগজপত্র পরিবর্তন করেই নতুন নামে পরিচিত হচ্ছেন। সিএনএন
[৩] গত সোমবার ক্যালিফোর্নিয়া কোর্টহাউসের বিচারক মিশেল উইলিয়ামস কানিয়ের নতুন নামের আবেদন অনুমোদন করেন।
[৪] ২০১৮ সালে কানিয়ে ‘ইয়ে’ নামে একটি গানের অ্যালবাম বের করেন। তার কয়েক মাস পর টুইটে তিনি জানান অ্যালবামের ওই নামেই তিনি পরিচিত হবেন।
[৫] পরের বছর কানিয়ে বলেন তার নাম হবে ‘ক্রিশ্চিয়ান জিনিয়াস বিলিয়নেয়ার কানিয়ে ওয়েস্ট’
[৬] তারপর স্ত্রী কিমের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়।