ওয়ালি উল্লাহ : [২] শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড জেলে দিন কাটাচ্ছে। ৮ অক্টোবর দুপুরে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। জেল বন্দি আরিয়ান খানের পরিস্থিতি নিয়ে এখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জেল সূত্র অনুযায়ী, আরিয়ান জেলে ঢোকার পর থেকে ঠিকমতো খাবার খাচ্ছে না। শুধু বিস্কুট খেয়েই দিন কাটাচ্ছে। ইন্ডিয়া র্যাগ
[৩] জেল প্রশাসন আর কর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করছেন, ক্ষুধা পাইনি বলে আরিয়ান কিছুই বিস্কুট ছাড়া কিছুই খাচ্ছেন না।
[৪] জেলের নিয়ম অনুযায়ী, বন্দি নিজের সঙ্গে ২ হাজার ৫০০ টাকা নিয়ে জেলে ঢুকতে পারবে। সেই টাকা জেলের অ্যাকাউন্টে জমা থাকে আর বন্দিকে এক মাসের কুপন দেওয়া হয়। কুপনের ব্যবহার করে বন্দি জেলের ক্যান্টিন থেকে সাবান, তেল, টুথপেস্ট কিনতে পারে। এছাড়াও জেলের ক্যান্টিনে নোনতা বিস্কুট এবং চিপসের প্যাকেট পাওয়া যায়।