মাকসুদ রহমান: [২] নতুন সড়ক প্রকল্পের উদ্বোধনের অংশ হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকতার সাথে পাকিস্তানের ট্রাকের কাফেলাকে বরণ করে নেয় তুরস্ক। ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের ইসলামাবাদ থেকে যাত্রা করে বৃহস্পতিবার ইস্তানবুলে পৌছায় কাফেলাটি। যাত্রা পথে ট্রাকের বহরটি পাকিস্তান থেকে ইরান ও ইরাকের সড়ক পথের উপর দিয়ে ৫৩০০ কিলোমিটার অতিক্রম করে তুরস্কে পৌছায়। দ্যা নিউ আরব
[৩] পাকিস্তান বহরকে বরণ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তুরস্কে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার, ইরানের সিনিয়র কর্মকর্তা এবং তুরস্কের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার একাধিক সরকারি ও প্রাইভেট সেক্টরের কর্মকর্তা।
[৪] পাকিস্তানের হাই কামিশনার নতুন এই সড়ককে পাকিস্তান, ইরান ও তুরস্কের মধ্যকার একটি বাণিজ্যিক উন্নয়নের নদী হিসেবে আখ্যায়িত করেছেন।