মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন সাইয়েবা (১১) নামে আরো এক শিশু শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এখনো ভর্তি রয়েছে একজন। এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জনের মৃত্যু হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
তিনি বলেন, “সাইয়েবা নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
সাইয়েবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। তার পিতা জহিরুল ইসলাম।