রাহুল রাজ :[২]দায়িত্ব নিয়ে নতুন এক উদ্যোগের দিকে দেশীয় ক্রিকেটকে টেনে নেয়ার মিশনে নেমেছেন খালেদ মাহমুদ সুজন। নানা সময়ে নানা বুলি, বাধ্যবাধকতা তৈরি করা হলেও দিনশেষে ফলাফল শূন্য। কোথাও পর্যাপ্ত সুযোগ মেলেনা লেগ স্পিনারদের। লেগ স্পিনার বের করে আনতে বয়সভিত্তিকে বাধ্যবাধকতা আনার কথা ভাবছেন বলে জানান সুজন।
[৩]রোববার মিরপুরে কোচদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা দরকার পড়লে এসব খেলা সুপারসাব দিবো শুধু একটা লেগ স্পিনারের জন্য। যেন একটা লেগস্পিনার খেলাতে বাধ্য এবং সে ২০ ওভার করবে প্রতি ইনিংসে। তা না করলে ওই দল জিতলেও পয়েন্ট পাবে না। সম্পাদনা: এল আর বাদল।