সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় রোববার অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযাগে ৩ জনকে আটক করেছে র্যাব-১০। আটকদের নাম- নাজিম ডাকুয়া, আনোয়ার তালুকদার ও সাগর মোল্লা।
[৩] সোমবার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু, ৩পিস ব্লেড ও নগদ ২৪৫টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।