ঢাবি প্রতিনিধি: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিক্যাল সেন্টার, শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিক্যাল সেন্টারে সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।
[৩] উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা স্বাচ্ছন্দ্যে, নির্ভেজালভাবে এখানে এসে টিকা নিতে পারবেন এবং দ্রুততম সময়ে টিকা কার্যক্রমের আওতায় আসতে পারবে। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পারবো, তত দ্রুত আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো।
[৪] তিনি বলেন, যারা এক ডোজ অন্য জায়গায় নিয়েছেন, দ্বিতীয় ডোজ যেন এখানে নিতে পারেন, যাতে করে শিক্ষার্থীদের আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে না হয়- সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
[৫] তিনি আরো বলেন, আমরা যদি ডাটাবেজ তৈরি করে তাদের পাঠাই, তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ এখান থেকে নিতে পারবেন। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই সেবা গ্রহণ করে সুরক্ষা পাবে এবং আমরা সবাই আবার সশরীরে ক্লাসে ফিরতে পারবো।
[৬] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের পরিচালকসহ আরো অনেকে। সম্পাদনা : খালিদ আহমেদ