স্পোর্টস ডেস্ক : [২] ভাগ্য ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে নবাগত শেরিফ তিরাসপুলের কাছে হরেছিলো দলটি। চার দিন বাদে আরেকটি হারের হতাশা যোগ হলো রিয়াল মাদ্রিদ শিবিরে। এবার শিরোপাপ্রত্যাশীদের হারিয়ে দিল এস্পানিওল।
[৩] প্রতিপক্ষের আরসিডিই স্টেডিয়ামে রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। রাউল দে তমাসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলেইশ ভিদাল। করিম বেনজেমা একটি গোল শোধ করে আশা জাগালেও বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি তারা।
[৪] স্পেনের সফলতম দলটির বিপক্ষে এর আগে ঘরের মাঠে ২০১৮ সালে জিতেছিল এস্পানিওল, ১-০ গোলে। - গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল