শিরোনাম
◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিযী তাহ্নিন: ‘ছুটি’ শব্দের অর্থ কী ?

কিযী তাহ্নিন: আমার অস্ট্রেলিয়ান বস শ্যারন। কড়া, রাগী ততোধিক ন্যায়পরায়ণ, ভালোবাসায় ভরপুর। প্রতিবার মিটিংয়ে বলতেন, ‘শরীর অসুস্থ হলে ছুটি নিও না শুধু, কিছু ছুটি বাঁচিয়ে রেখো ওইদিনের জন্য যেদিন কাজ করতে ইচ্ছে করছে না, মন ক্লান্ত একই কাজ করতে করতে। সেদিন ছুটি নাও। খামাখা অনিচ্ছা নিয়ে যেদিন অফিসে আসবে, তোমারও সময় নষ্ট, অফিসেরও।’ কিন্তু আসলে ছুটি কী, কে জানে? হয়তো ছুটি নিলাম একদিন। যেদিন কাজের ভার কম। যেদিন নিজের জন্য রাখা যায়। সেদিন আমার।

আমি রক অ্যান্ড রোল নাচতে পারি, গান গাইতে পারি, ঘুমাতে পারি, পড়তে পারি লিখতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি এবং কিছুই না করতে পারি। সেদিন আমাকে সারাদিন অনলাইনে দেখা যেতে পারে, কিংবা অফলাইনে এবং অতীব প্রয়োজন না জরুরি ঘটনা না হলে সহকর্মী, বা যাদের সাথে কাজের সম্পর্ক তাদের সঙ্গে যোগাযোগ নাও করতে পারি। এমন এক ছুটির দিনে, একজন ফোন দিলেন। আমি মেসেজে করলাম ‘আমি ছুটিতে।’ উত্তর এলো, ‘ঠিক আছে, ই-মেইল একটু চেক করেন।’ আমি উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’

উত্তর এলো, ‘বাসায় তো বসেই থাকবেন ছুটিতে, একটু ই-মেইল চেক করে রিপ্লাই দিয়ে দিয়েন, বাসায় বসে।’ আমি আবারও উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’ ‘আমি কাজে’ এবং ‘আমি ছুটিতে’র পার্থক্য বুঝতে পারলে হয়তো একদিন ‘ছুটি’ বেচারা একটু শ্রদ্ধা পাবে, আর ‘কাজ’ পাবে ভালোবাসা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়