শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি ◈ চানখারপুলে ৬ হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার রায় আজ ◈ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ আগুন ◈ পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল মঙ্গলবার বসছে ইসি 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিযী তাহ্নিন: ‘ছুটি’ শব্দের অর্থ কী ?

কিযী তাহ্নিন: আমার অস্ট্রেলিয়ান বস শ্যারন। কড়া, রাগী ততোধিক ন্যায়পরায়ণ, ভালোবাসায় ভরপুর। প্রতিবার মিটিংয়ে বলতেন, ‘শরীর অসুস্থ হলে ছুটি নিও না শুধু, কিছু ছুটি বাঁচিয়ে রেখো ওইদিনের জন্য যেদিন কাজ করতে ইচ্ছে করছে না, মন ক্লান্ত একই কাজ করতে করতে। সেদিন ছুটি নাও। খামাখা অনিচ্ছা নিয়ে যেদিন অফিসে আসবে, তোমারও সময় নষ্ট, অফিসেরও।’ কিন্তু আসলে ছুটি কী, কে জানে? হয়তো ছুটি নিলাম একদিন। যেদিন কাজের ভার কম। যেদিন নিজের জন্য রাখা যায়। সেদিন আমার।

আমি রক অ্যান্ড রোল নাচতে পারি, গান গাইতে পারি, ঘুমাতে পারি, পড়তে পারি লিখতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি এবং কিছুই না করতে পারি। সেদিন আমাকে সারাদিন অনলাইনে দেখা যেতে পারে, কিংবা অফলাইনে এবং অতীব প্রয়োজন না জরুরি ঘটনা না হলে সহকর্মী, বা যাদের সাথে কাজের সম্পর্ক তাদের সঙ্গে যোগাযোগ নাও করতে পারি। এমন এক ছুটির দিনে, একজন ফোন দিলেন। আমি মেসেজে করলাম ‘আমি ছুটিতে।’ উত্তর এলো, ‘ঠিক আছে, ই-মেইল একটু চেক করেন।’ আমি উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’

উত্তর এলো, ‘বাসায় তো বসেই থাকবেন ছুটিতে, একটু ই-মেইল চেক করে রিপ্লাই দিয়ে দিয়েন, বাসায় বসে।’ আমি আবারও উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’ ‘আমি কাজে’ এবং ‘আমি ছুটিতে’র পার্থক্য বুঝতে পারলে হয়তো একদিন ‘ছুটি’ বেচারা একটু শ্রদ্ধা পাবে, আর ‘কাজ’ পাবে ভালোবাসা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়