শিরোনাম
◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিযী তাহ্নিন: ‘ছুটি’ শব্দের অর্থ কী ?

কিযী তাহ্নিন: আমার অস্ট্রেলিয়ান বস শ্যারন। কড়া, রাগী ততোধিক ন্যায়পরায়ণ, ভালোবাসায় ভরপুর। প্রতিবার মিটিংয়ে বলতেন, ‘শরীর অসুস্থ হলে ছুটি নিও না শুধু, কিছু ছুটি বাঁচিয়ে রেখো ওইদিনের জন্য যেদিন কাজ করতে ইচ্ছে করছে না, মন ক্লান্ত একই কাজ করতে করতে। সেদিন ছুটি নাও। খামাখা অনিচ্ছা নিয়ে যেদিন অফিসে আসবে, তোমারও সময় নষ্ট, অফিসেরও।’ কিন্তু আসলে ছুটি কী, কে জানে? হয়তো ছুটি নিলাম একদিন। যেদিন কাজের ভার কম। যেদিন নিজের জন্য রাখা যায়। সেদিন আমার।

আমি রক অ্যান্ড রোল নাচতে পারি, গান গাইতে পারি, ঘুমাতে পারি, পড়তে পারি লিখতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি এবং কিছুই না করতে পারি। সেদিন আমাকে সারাদিন অনলাইনে দেখা যেতে পারে, কিংবা অফলাইনে এবং অতীব প্রয়োজন না জরুরি ঘটনা না হলে সহকর্মী, বা যাদের সাথে কাজের সম্পর্ক তাদের সঙ্গে যোগাযোগ নাও করতে পারি। এমন এক ছুটির দিনে, একজন ফোন দিলেন। আমি মেসেজে করলাম ‘আমি ছুটিতে।’ উত্তর এলো, ‘ঠিক আছে, ই-মেইল একটু চেক করেন।’ আমি উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’

উত্তর এলো, ‘বাসায় তো বসেই থাকবেন ছুটিতে, একটু ই-মেইল চেক করে রিপ্লাই দিয়ে দিয়েন, বাসায় বসে।’ আমি আবারও উত্তর দিলাম, ‘আমি ছুটিতে।’ ‘আমি কাজে’ এবং ‘আমি ছুটিতে’র পার্থক্য বুঝতে পারলে হয়তো একদিন ‘ছুটি’ বেচারা একটু শ্রদ্ধা পাবে, আর ‘কাজ’ পাবে ভালোবাসা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়