শাহ ফয়সাল: [২] কুমিল্লা সদর দক্ষিন উপজেলার প্যারাগন ফিড ডিলার মোহাম্মদ উল্লা'র বিরুদ্ধে উপজেলার প্রায় শত খামারির কাছ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ খামারিরা।
[৩] শনিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার সুয়াগাজি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার ক্ষতিগ্রস্ত খামারি মো. মাসুদ, মুসতাক, সুমন, শাহআলম, জুয়েল, ইকবাল, সত্তর সহ ক্ষতিগ্রস্ত খামারিরা অংশগ্রহন করে।
[৪] এ সময় ক্ষতিগ্রস্ত খামারিরা জানায়, প্যারাগন ফিড ডিলার মোহাম্মদ উল্লা'র কাছ থেকে বাকিতে মাল ক্রয় করায় ন্যায্যামূল্যের চেয়েও বস্তা প্রতি ৩০০টাকা করে বেশি বাকি খাতায় তুলে রাখে। যা কাঙ্ক্ষিত টাকার চেয়ে অনেক বেশি টাকা হিসেব করে আমাদেরকে ধোঁকা দিয়েছে।
[৫] মোহাম্মদ আলীর প্রতারণার শিকার হয়ে খামারি মাসুদ বলেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১০ হাজার লেয়ার মুরগী দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ১বছর অতিবাহিত হওয়ার পরও মুরগী না পাওয়ায় টাকা ফেরত দিতে বললে প্যারাগন ফিড ডিলার মোহাম্মদ উল্লা আমাকে ৪৭ লাখ টাকার একটি চেক দিলে তা ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে।