শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ স্থানে দুঃস্থদের সহায়তা এবং বৃক্ষরোপন করেছে র‌্যাব

সুজন কৈরী: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সারাদেশে ৭৫টি স্থানে অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে র‌্যাব। পাশাপাশি ৭৫টি স্থানে বৃক্ষরোপন করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর উত্তরার জামেয়া আরাবিয়া বায়তুস সালাম মাদ্রাসায় প্রায় ৫০০ জন অসহায় ও এতিম শিশুদের মাঝে মানবিক সহায়তা দেন। এছাড়া বিকেলে র‌্যাব সদর দপ্তরে (হাজী ক্যাম্প) বৃক্ষরোপন করেন।

[৪] এসব কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালকসহ (প্রশাসন) অন্যান্য
ঊর্ধ্বতন কর্মকর্তারা।

[৫] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের ব্যাটালিয়ন ও কোম্পানী পর্যায়ে প্রায় দেড় হাজার বৃক্ষরোপন করা হয়েছে। পাশাপাশি সারাদেশব্যাপী প্রায় ৫ হাজার অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

[৬] এছাড়াও প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে র‌্যাব সদর দপ্তরে অবস্থিত র‌্যাব সেন্ট্রাল ক্লিনিকে বিশেষ টীকাদান কার্যক্রম গ্রহণ করা হয়। এই কার্যক্রমে প্রায় ১ হাজার ৫০০ টিকা প্রার্থীকে (কোভিড-১৯) ভ্যাক্সিন দেওয়া হয়েছে।

[৭] প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বাদ যোহর র‌্যাব সদর দপ্তর জামে মসজিদসহ সারাদেশব্যাপী র‌্যাবের সকল ব্যাটালিয়ন ও কোম্পানীসমূহের মসজিদে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ১৫ই আগস্ট এ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়