আনোয়ার শামীম :[২] ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করছে। এই উন্নয়ন দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়। বেশি যাত্রী হলেই নৌকার বিপদ হয়।
[৩] তিনি বলেন, যারা পিট বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়। তাদেরকে আওয়ামী লীগে দরকার নেই। যারা মাদক, দুর্নীতি করে ও চাঁদাবাজি করে, আওয়ামী লীগে তাদের স্থান নেই। যাচাই বাছাই করে আওয়ামী লীগে কর্মী নিতে হবে।
[৪] রোববার গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
[৫] তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের বেশিদিন বাকী নেই। দুইবছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় অতিথি পাখিরা ভোট চাইতে আসবে। তাদের লাল কার্ড দেখাতে হবে।
[৭] এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ উম্মে কুলসুম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান