শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ বছরের যুবকের সঙ্গে ১৫ বছরের স্কুলছাত্রীর বিয়ে, অভিমানে আত্মহত্যারচেষ্টা

মাজহারুল ইসলাম : [২] স্বামী পছন্দ না হওয়ায় অভিমানে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের স্কুলছাত্রীর তামান্না খাতুন (১৫)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ঢাকা পোস্ট

[৩] তামান্না চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মসজিদপাড়ার আবু সায়েম শাহীনের মেয়ে ও আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তামান্নাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] তামান্নার বাবা আবু সায়েম শাহীন বলেন, আমার মেয়ের বয়স যখন আড়াই মাস তখনই আমার আর আমার স্ত্রী স্বপ্না খাতুনের সম্পর্কের অবনতি ঘটে। সেই সূত্র ধরে আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মেয়ে তার নানার বাড়িতে থাকত। বিবাহবিচ্ছেদের ঘটনায় আদালতে মামলা হলে রায়ে মেয়ের জন্য প্রতি মাসে এক হাজার টাকা ভরপোষণ দিতে হতো।

[৫] তিনি অভিযোগ করে আরও বলেন, মেয়ের সঙ্গে নানা বাড়ির লোকজন আমাকে দেখা করতে দিত না। ২০ দিন আগে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের জামাত আলীর ছেলে লাভলুর (৪০) সঙ্গে তামান্নার জোর করে বিয়ে দেয় নানা ঠান্ডু জোয়ার্দ্দার।

[৬] তামান্নার সম্মতি ছাড়া বিয়ে দেওয়ায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সে ২০টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি ঠিক পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার পাকস্থলি ওয়াশ করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।[৭] চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, তামান্নার অবস্থা শঙ্কামুক্ত।

[৮] আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূর বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মহিলা বিষয়ক কর্মকর্তাকে আমি জানিয়েছি। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়