শিরোনাম
◈ উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়, গঠন তদন্ত কমিটি ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গুলিবর্ষণ, নিহত ১ আহত ২ ◈ নারী বিশ্বকাপে চ‌্যম্পিয়ন দল পা‌বে  ৪৯ কো‌টি টাকা, বাংলা‌দেশ পাবে ৬ কো‌টি ৩৯ লাখ ৬০ হাজার টাকা ◈ কেন উইলিয়ামসন আর আন্তর্জাতিক টি-টো‌য়েন্টি খেল‌বেন না ◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? (ভিডিও) ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী ◈ দেশেই ড্রোন ও অস্ত্র উৎপাদন: প্রতিষ্ঠা হচ্ছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন ◈ মিশরে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু, কী আছে সেখানে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার শীর্ষ পর্যায়ের ক্রিকেটের পর লোয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

মাহিন সরকার: [২] শীর্ষ পর্যায়ের ক্রিকেটের পরপরই লোয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম জানিয়েছেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলা নভেম্বরে শুরু হবে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হবে ২০২২ সালের মার্চে।

[৩] অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ২০২১-২২ ক্রিকেট ক্যালেন্ডার শুরু করতে চায় বিসিবি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ২২ মার্চ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু দুই রাউন্ডের খেলা না হতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় লিগের খেলা। এরপর ঢাকা লিগের ২০১৯-২০ আসরের খেলা চলে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে।

[৪] অক্টোবর থেকে জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেটারদের মাঠে ফেরাতে চায় বিসিবি।

[৫] সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, আমরা প্রিমিয়ার লিগটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটা লিগ। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে আলাপ করেছি আমাদের কো-অর্ডিনেটরদের সঙ্গে। আমরা নভেম্বর ও ডিসেম্বরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেট চালু করতে চাই। এবং আমরা পরিকল্পনা করেছি আগামী সপ্তাহে আমরা সবগুলো ক্লাবকে ডাকব।

[৬] জৈব সুরক্ষা বলয় নিয়ে তার ব্যাখ্যা, দেশের সবকিছুই কিন্তু এখন খুলে গেছে। আমাদের কিন্তু লকডাউনটা আর নেই। স্কুল কলেজ সব খুলে গেছে। তারপরও আমাদের কিন্তু সরকারের নির্দেশে একটা স্বাস্থ্যবিধি যেটা রয়েছে সেটা মেনে চলতে হয়।

[৭] দেশের শীর্ষ ঢাকা লিগ নিয়ে কাজী ইনাম বলেছেন, আমাদের ইচ্ছা আমরা মার্চ-এপ্রিলের ভেতর প্রিমিয়ার লিগ করতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের মূল তালিকাভুক্ত ওয়ানডে প্রোগ্রাম। এটা আমাদের এক নম্বর ফরম্যাট, যেখানে আমরা ভালো করে আসছি।

[৮] তবে প্রিমিয়ার লিগ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে সেই বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়