শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার শীর্ষ পর্যায়ের ক্রিকেটের পর লোয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

মাহিন সরকার: [২] শীর্ষ পর্যায়ের ক্রিকেটের পরপরই লোয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম জানিয়েছেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলা নভেম্বরে শুরু হবে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হবে ২০২২ সালের মার্চে।

[৩] অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ২০২১-২২ ক্রিকেট ক্যালেন্ডার শুরু করতে চায় বিসিবি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ২২ মার্চ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু দুই রাউন্ডের খেলা না হতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় লিগের খেলা। এরপর ঢাকা লিগের ২০১৯-২০ আসরের খেলা চলে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে।

[৪] অক্টোবর থেকে জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেটারদের মাঠে ফেরাতে চায় বিসিবি।

[৫] সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, আমরা প্রিমিয়ার লিগটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটা লিগ। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে আলাপ করেছি আমাদের কো-অর্ডিনেটরদের সঙ্গে। আমরা নভেম্বর ও ডিসেম্বরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেট চালু করতে চাই। এবং আমরা পরিকল্পনা করেছি আগামী সপ্তাহে আমরা সবগুলো ক্লাবকে ডাকব।

[৬] জৈব সুরক্ষা বলয় নিয়ে তার ব্যাখ্যা, দেশের সবকিছুই কিন্তু এখন খুলে গেছে। আমাদের কিন্তু লকডাউনটা আর নেই। স্কুল কলেজ সব খুলে গেছে। তারপরও আমাদের কিন্তু সরকারের নির্দেশে একটা স্বাস্থ্যবিধি যেটা রয়েছে সেটা মেনে চলতে হয়।

[৭] দেশের শীর্ষ ঢাকা লিগ নিয়ে কাজী ইনাম বলেছেন, আমাদের ইচ্ছা আমরা মার্চ-এপ্রিলের ভেতর প্রিমিয়ার লিগ করতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের মূল তালিকাভুক্ত ওয়ানডে প্রোগ্রাম। এটা আমাদের এক নম্বর ফরম্যাট, যেখানে আমরা ভালো করে আসছি।

[৮] তবে প্রিমিয়ার লিগ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে সেই বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়