শিরোনাম
◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] না‌জিরপু‌রে সড়ক দুর্ঘটনায় গাড়ি চাল‌ক নিহত

মোঃ ম‌শিউর রহমান : [২] পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাম হোসেন মোল্লা (২৮) নামে এক মাহেন্দ্রচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কবিরাজ বাড়ি নামক স্থানে রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

[৪] নিহতের চাচা মো. জালাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজিব সমদ্দার ফোনে আমাদের জানান যে একরাম গুরুতর আহত হয়ে মাহেন্দ্রের নিচে পড়ে আছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] স্থানীয় ইউপি সদস্য রাজিব জানান, সকালে ওই বাজারের ব্যবসায়ী মোস্তাফা মাজি একরামকে মাহেন্দ্রের (এক ধরনের তিন চাকার গাড়ি) নিচে রক্তাত্যাক্ত অবস্থায় দেখে আমাকে ফোন দেন। পরে আমি সেখানে গিয়ে তার ভাই ও চাচাসহ পরিবারের লোকজনকে খবর দেই।

[৬] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়