শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রশিদ খানের ব্যাটিং তাণ্ডবে জিতলো সাসেক্স

স্পোর্টস ডেস্ক :[২]দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, দেশে পরিবার নিয়ে দুর্ভাবনা। মাঠের বাইরের সবকিছু নিয়ে রশিদ খান তার ভাবনা জানাচ্ছেন নিয়মিতই। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেসবের ছাপ পড়তে দিচ্ছেন না তিনি একটুও। ‘দ্য হানড্রেড’ মাতানোর পর এবার টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরেও তিনি দলের জয়ের নায়ক। যদিও চেনা ভূমিকায় নয়। লেগ স্পিনার রশিদ ম্যাচ জেতালেন ব্যাট হাতে।

[৩] টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে যখন উইকেটে যান রশিদ, ইয়র্কশায়ারকে হারাতে সাসেক্সের প্রয়োজন তখন ২১ বলে ৪৩ রান। রশিদকে নামানো হয় ছয় নম্বরে। দ্বিতীয় বলেই ছক্কা মেরে তিনি ইঙ্গিত দেন দলের চাওয়া পূরণের।

[৪] পরের ওভারে ডাউন দা উইকেটে এসে চোখধাঁধানো হেলিকপ্টার শটে ছক্কা মারেন আরেকটি। ওই ওভারে সঙ্গী ডেভিড ভিসা আউট হয়ে গেলেও রশিদকে থামানো যায়নি। ১৯তম ওভারে টানা তিনটি চার মারেন ডেভিড উইলিকে।

[৫] শেষ পর্যন্ত সাসেক্স জিতে যায় দুই বল বাকি রেখেই। রশিদ অপরাজিত থাকেন ৯ বলে ২৭ রান করে।

[৬] ব্যাটিংয়ের আগে বল হাতেও যথারীতি নিজের কাজ তিনি করেন ভালোভাবেই। ইয়র্কশায়ার ১৭৭ রান তুললেও কিপটে বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি নেন ১টি উইকেট। ম্যান অব দা ম্যাচও তিনিই।

[৭] টি-টোয়েন্টি ব্লাস্টের আগে দা হানড্রেড টুর্নামেন্টে ১২ উইকেট নিয়ে যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হন রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়