অজয় দাশগুপ্ত: মহাকালের বিচারে বহু খ্যাতিমান হারিয়ে যায়। সময় শরৎচন্দ্র চট্টোপধ্যায়, নীহার রঞ্জন গুপ্ত কিংবা মাসুদ রানা তিন ক্যাটাগরির কাউকে ছাড় দেয়নি। কালস্রোতে মহাকালে টেকার জন্য চাই শিল্প, বোধ ও আদর্শের সলিড ভিত্তি। সঙ্গে স্বপ্ন ও পথে উড়ার ডানা। প্রচলিত অর্থে দেশে ও সমাজে যারা চেতনা নামের ঝান্ডাধারী তারা এখন হয় বিবেকহীন নয়তো নিশ্চুপ। আজীবন স্তাবকতাহীন, লোভ, মোহ বর্জিত লেখক হাসান আজিজুল হক।
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশ ও জীবন নিয়ে এমন লেখালেখির বৃক্ষ নেই বললেই চলে। আত্মজা ও একটি করবী গাছের জনকের জীবন এখন সংকটাপন্ন। এলিজি নয়, চাই ফিরে আসা। জীবন ঘষে আগুন জ্বালানোর লেখক আপনি। দূর মফস্বল নামে পরিচিত রাজশাহী থেকে রাজধানীর লেখার জগত শাসন করার মতো বিরল কথা সাহিত্যিক। হাসান আজিজুল হক আপনার ফেরার অপেক্ষায় জাতি, দেশ ও শিল্প সংস্কৃতি। সুস্থ হয়ে উঠুন রাঢ় বঙ্গের রাজা। লেখক ও কলামিস্ট