শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধংস করলো নৌ পুলিশ, আটক ৭ জন

সুজন কৈরী: [২] চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৫ কোটি ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে এসব জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৭ জনকে আটক করা হয়েছে।

[৩] মঙ্গলবার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) সাথী রাণী শর্মা জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের তথ্য পেয়ে সোমবার চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে মোহনপুর এবং নরসিংহপুর নৌ পুলিশ ইউনিট ইনচার্জদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৫০ লাখ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২টি নৌকা জব্দ করা হয়। এছাড়া আটক করা ৭জন মাছ শিকারীকে।

[৪] তিনি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ নৌকাগুলো নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।

[৫] নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বলেন, কারেন্ট জাল সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এজন্য কারেন্ট জাল নির্মূলে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। ক্রমাগত এসব অভিযানের ফলে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার অনেকাংশে কমে এসেছে। নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়