শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধংস করলো নৌ পুলিশ, আটক ৭ জন

সুজন কৈরী: [২] চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৫ কোটি ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে এসব জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৭ জনকে আটক করা হয়েছে।

[৩] মঙ্গলবার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) সাথী রাণী শর্মা জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের তথ্য পেয়ে সোমবার চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে মোহনপুর এবং নরসিংহপুর নৌ পুলিশ ইউনিট ইনচার্জদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৫০ লাখ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২টি নৌকা জব্দ করা হয়। এছাড়া আটক করা ৭জন মাছ শিকারীকে।

[৪] তিনি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ নৌকাগুলো নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।

[৫] নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বলেন, কারেন্ট জাল সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এজন্য কারেন্ট জাল নির্মূলে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। ক্রমাগত এসব অভিযানের ফলে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার অনেকাংশে কমে এসেছে। নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়