শিরোনাম
◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের তালশহর বাজার ও তারুয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পাঁচ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৩] সোমবার (১৬ আগস্ট) দুপুরে আশুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান জানান, তারুয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আব্দুল জব্বারসহ একটি চক্র দীর্ঘদিন যাবত মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে আসছিলো। এসব জাল বিভিন্ন বাজারে বিক্রি করার সময় ইতোপূর্বে আব্দুল জব্বারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। এরপরও চক্রটি থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার তালশহর বাজারে অভিযান চালিয়ে কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

[৫] পরে গোপন সংবাদের ভিত্তিতে তারুয়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আব্দুল জব্বার এবং তার ভাই আব্দুল জলিল ও অলি মিয়ার ঘর থেকে গুদামজাত অবস্থায় আরো বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যার প্রায় পাঁচ লাখ মিটার ও মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে। এসময় আব্দুল জব্বার ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জালগুলি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হকের উপস্থিতিতে আব্দুল জব্বারের উঠোনেই পুড়িয়ে দেয়া হয়।

[৬] এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরিবন্দ বিশ্বাস বলেন, কারেন্ট জাল মৎস্য সম্পদের জন্য মারত্মক ক্ষতিকর। তাই মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

[৭] এসব জাল দিয়ে জেলেরা বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে দেশি প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে প্লাবিত পানির সাথে আসা মা ও পোনা মাছগুলি কারেন্ট জাল দিয়ে ধরে ফেলা হচ্ছে। তাই মৎস্য অফিসের সহযোগিতায় কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়