শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের তালশহর বাজার ও তারুয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পাঁচ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৩] সোমবার (১৬ আগস্ট) দুপুরে আশুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান জানান, তারুয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আব্দুল জব্বারসহ একটি চক্র দীর্ঘদিন যাবত মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে আসছিলো। এসব জাল বিভিন্ন বাজারে বিক্রি করার সময় ইতোপূর্বে আব্দুল জব্বারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। এরপরও চক্রটি থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার তালশহর বাজারে অভিযান চালিয়ে কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

[৫] পরে গোপন সংবাদের ভিত্তিতে তারুয়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আব্দুল জব্বার এবং তার ভাই আব্দুল জলিল ও অলি মিয়ার ঘর থেকে গুদামজাত অবস্থায় আরো বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যার প্রায় পাঁচ লাখ মিটার ও মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে। এসময় আব্দুল জব্বার ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জালগুলি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হকের উপস্থিতিতে আব্দুল জব্বারের উঠোনেই পুড়িয়ে দেয়া হয়।

[৬] এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরিবন্দ বিশ্বাস বলেন, কারেন্ট জাল মৎস্য সম্পদের জন্য মারত্মক ক্ষতিকর। তাই মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

[৭] এসব জাল দিয়ে জেলেরা বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে দেশি প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে প্লাবিত পানির সাথে আসা মা ও পোনা মাছগুলি কারেন্ট জাল দিয়ে ধরে ফেলা হচ্ছে। তাই মৎস্য অফিসের সহযোগিতায় কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়