শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের যুব দল আসতে পারলে আমরা প্রস্তুত : নিজামউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: [২]আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। এজন্য ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তাদের। কিন্তু আফগানিস্তানের ক্ষমতা দখলের সহিংস পরিস্থিতিতে কি সিরিজটি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব একটা আশা দেখাতে পারল না।

[৩] বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ চলছে, আমাদের লজিস্টিকস ব্যবস্থাপনা চলছে। তারা যদি আসতে না পারে তাদের বিষয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।

[৪] তালেবানের দখলে কাবুল। দেশটির বেশ কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম এখন তাদের দখলে। কান্দাহার, কুন্দুজ ও খোস্তের তিনটি ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয়েছে তালেবান। মাজার-ই-শরিফ ও কাবুলের দুটি স্টেডিয়ামও দখল নিতে যাচ্ছে তারা। বর্তমান পরিস্থিতিতে অনুশীলন তো দূরের কথা, ক্রিকেটাররা নিজেদের ও পরিবারের জীবন রক্ষায় ব্যস্ত থাকার কথা। ফলে সিরিজটি যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তা নিশ্চিত।

[৫] তবে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আশার আলো দেখিয়ে বললেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে জানিয়েছে, তালেবান ওদের দৈনন্দিন কার্যক্রম ও ক্রীড়া কার্যক্রমে বাধা দেবে না। ফলে সিরিজটি হবে তা মোটামুটি নিশ্চিত। ওদের তরফ থেকে না করেনি। ওরা খেলা নিয়ে আন্তরিক।

[৬]প্রয়োজনে সিরিজ পেছাতে আগ্রহী বিসিবি, যেহেতু আফগানিস্তানে অস্থিরতা চলছে, আমরা চাইলেই সময় দিতে পারি। প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজ ২১ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। আমরা চাইলেই এক সপ্তাহ পিছিয়ে নিতে পারি।

[৭]হোম সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের মিরপুরে বিসিবি অ্যাকাডেমিতে কোভিড প্রটোকলে রাখা হয়েছে। প্রথম কোভিড টেস্টে সবাই নেগেটিভ হয়েছেন। বাকি দুটি টেস্টে নেগেটিভ হলে সিলেটে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।- বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়