তাপসী রাবেয়া: [২] মন্ত্রিপরিষদ বিভাগের এই চিঠিতে বলা হয়েছে পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকল্প সভাপতি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
[৩] পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিনিয়োগ প্রকল্পগুলো আরো গতি পাবে বলে আশা প্রকাশ করছেন কমিটির অন্যান্য সদস্যরা। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও এটি শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করা হয়।
[৪] একনেকের গেজেটে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, সব বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনা ও অনুমোদন দেয়া। সরকারি খাতে ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ব্যয়ের প্রকল্পগুলোতে মূল্যায়ন কমিটির (পিইসি) সভার সুপারিশ বিবেচনা ও অনুমোদন দেয়া এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
[৫] গেজেটে আরো বলা হয়েছে, প্রয়োজনের ভিত্তিতে বৈঠক করবে একনেক। আর কমিটিকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ।