শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার চালু

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লা (উঃ) জেলা বিএনপির উদ্যোগে দেবিদ্বারে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী করোনা পর্যবেক্ষণ হেল্প সেন্টার চালু করা হয়েছে।

[৩] চলমান বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেবিদ্বারে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, জীবন রক্ষায় প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নিয়ে পাশে দাড়ালেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকা থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

[৪] এ লক্ষে বুধবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর গ্রামে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নিজ বাসভবনে ওই ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী করোনা পর্যবেক্ষণ হেল্প সেন্টার চালু করা হয়।

[৫] হেল্প সেন্টার উদ্ভোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান সরকার, বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ, সদস্য মোঃ আজহারুল ইসলাম ভূইয়া।

[৬] অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি- সুদন ডিলার, যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- সাহাজুদ্দিন সাজু চেয়ারম্যান, মঞ্জুুরুল হক সরকর, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জাম, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ছফিউল্লাহ আখন্দ মানিক, মহসিন সরকার, পৌর যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ (রাজ), ছাত্রদল নেতা জুয়েল, তানিম, বাছির প্রমুখ।

[৭] উদ্বোধনকালে কোভিড- ১৯ সহায়ক কেন্দ্রের পরামর্শে ১৪ রকমের ঔষধ সামগ্রী, ১২ টি অক্সিজেন সিলিন্ডার, ৭ টি পিপিই ও হ্যান্ড সেনিটাজারসহ আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণে হেল্প সেন্টারের মাধ্যমে বিতরন কর্যক্রম শুরু করা হয়। বক্তারা বলেন মানবতার- সেবায় একে অন্যের পরিপূরক হয়ে আমরা কাজ চালিয়ে যাব। তবে করোনা আক্রান্ত রোগীদের পাশে থাকবে মঞ্জুরুল আহসান মুন্সীর করোনা হেল্প সেন্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়