শিরোনাম
◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে লেমন গার্ডেন পাশের দোকান থেকে সাপ উদ্ধার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডলুবাড়ী এলাকায় লেমন গার্ডেন এর পাশে চন্দন দাশের দোকানের রেক থেকে একটি দাড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপটিকে দুপুরেরই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়

[৩] শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডলুবাড়ী এলাকার এক দোকানী তাঁর দোকান খোলে সাপটি কে দোকানের রেকে দেখতে পান। পরে সাপটি কে উদ্ধারের জন্য দোকানী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাইন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর বন বিভাগের এফ জি সুব্রত সরকার, তাজুল ইসলাম, ঋষি বড়ুয়া ও বন্যপ্রাণী সেবা ফাইন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি কে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

[৪] সজল দেব জানান, সাপটি লম্বায় প্রায় ৬ফুট। দোকানের রেকের উপর কুন্ডলি পাকিয়ে বসেছিল। সাপটি হয় ইদুর খেতে দোকানে ঢোকে ছিলো। তিনি জানান, পাশেই লাউয়াছড়া বন। অনেক ঝোপঝাঁড়। ওই সব জায়াগা থেকে হয়তো এটি এখানে আসে।

[৫] উল্লেখ্য এর আগে ও শ্রীমঙ্গল নতুন বাজার দ্বিতীয় তলার কলাবাজার থেকে আরো একটি বিলুপ্ত প্রজাতির সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফ্উান্ডেশন। কাছাকাছি সময়ে কমলগঞ্জ তিলকপুর এক বাড়ির গোয়াল ঘর থেকে ডিমসহ আরো একটি কিং কোবরা উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

[৬] ১৮ জুলাই শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে বিষাক্ত সাপের কামরে এক চা শ্রমিক মারা গেছেন। ওই চা শ্রমিকের বাড়ি থেকে জীবিত তিনটি এবং মৃত আরো ২টি বিষাক্ত সাপ উদ্ধার করেন বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফউান্ডেশনের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়