সুজন কৈরী: [২] রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে মলমপার্টির ৫ জন সদস্যকে আটক করেছে র্যাব-২। আটকরা হলেন-মোফাজ্জল হোসেন (২৪), সাগর সৌরভ (২২), সেলিম (২৩), সালমান (২১) ও মহসিন (২৩)।
[৩] আটকের সময় তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ, মলম, দৃষ্টি ভ্রম করার টাইগার বাম ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
[৪] বৃহস্পতিবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, সারা বছর তারা অপরাধ করে গেলেও ঈদকে কেন্দ্র করে তারা নতুন করে আবারও মাঠে নেমেছে। এই চক্রের মেইন টার্গেট থাকে দূর-দূরান্তের যাত্রীরা। তারা এসব যাত্রীর সঙ্গে বাস, রিকশাভ্যান বা সিএনজিতে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি অবস্থান গ্রহণ করে এবং সুযোগ মতো ওষুধ এবং তরল কেমিকেল ও মলম দিয়ে তাদের অজ্ঞান করে বা চোখে দিয়ে সাময়িক অন্ধত্ব বা দৃষ্টিভ্রমের সৃষ্টি করে। ঠিক এই সময়ের মধ্যে তাদের অন্য সহযোগীরা ভুক্তভোগী যাত্রীর কাছ থেকে যাবতীয় সরঞ্জাম, টাকা-পয়সা, মোবাইল, অলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
[৫] র্যাব কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ঈদের সময়কে কেন্দ্র করে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এমন পার্টির সদস্যদের আটকে র্যাবের অভিযান চলছে।