শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নব-নির্বাচিত ছয় ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরে নব-নির্বাচিত ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।

[৩] নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটে নিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা, রামগতি উপজেলার চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম, চরপোড়াগাছায় নুরুল আমিন ও চররমিজে মুজাহিদুল ইসলাম দিদার।

[৪] শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নূর এ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

[৫] এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আশ্রফ আলী চৌধুরী সারু, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

[৬] প্রসঙ্গত, ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ছয়টি ইউনিয়নের সব কটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়