বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
[৩] গ্রেফতারকৃতরা হলো রংপুর জেলার পীরগাছা উপজেলার হাসনা (পাইটকা পাড়া) গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (২৭), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মুসুরিয়া গ্রামের মোঃ আলাউদ্দিনের পুত্র মোঃ রবিউল ইসলাম (২৬।
[৪] বৃহস্পতিবার ভোর ৫টায় রংপুর-ঢাকা অভিমুখে একটি পিকআপে তল্লাশী চালিয়ে ৩৪০বোতল ফেন্সিডিল ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪), ৩টি মোবাইল, ২টি সীমকার্ড এবং নগদ ৪,০০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
[৫] র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এ প্রতিবেদবক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।