ইমরুল শাহেদ: আগামী শনিবার শেষ হবে কানের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর। এরপর চলবে ছবি বেচাকেনার কাজ। অর্থাৎ প্রতিযোগিতা, ওয়ার্ল্ড প্রিমিয়ারের কাজ শেষ হয়ে গেলেও ব্যবসায়ের সুবাদে তার রেশ বেশ ক’দিন থেকে যাবে। মহামারির আগে এই উৎসবটি ছিল চলচ্চিত্র ব্যবসায়ের সবচেয়ে বড় বাজার। কিন্তু এ বছর মহামারির কারণে ব্যবসা বেশ ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছে হলিউড রিপোর্টার। ব্যবসায়ীদের চিন্তা-চেতনায় রয়েছে কবে নাগাদ সিনেমা হল খুলবে এবং দর্শক নির্ভয়ে চলচ্চিত্র দেখতে যেতে পারবেন। আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির ধারা ও আঙ্গিক চলচ্চিত্র ব্যবসাকে প্রভাবিত করতে শুরু করেছে।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলো উৎসবে প্রদর্শিত হওয়ার আগেই মূল ব্যবসা হয়ে গেছে। সনি পিকচার্স ক্লাসিকসের (এসপিসি) ‘দি সন’ ছবিটির জন্য যুক্তরাষ্ট্র, চিনসহ বেশ কিছু আন্তর্জাতিক এলাকার রাইট নেওয়া হযেছে। ফ্লোরেন্স জেলারের অস্কার পাওয়া ছবি ‘দি ফাদার’-এর ফলোআপ হিসেবে এই ছবিটি নির্মিত হয়েছে। এছাড়া এসপিসির আরো কিছু ছবি রয়েছে, যেগুলোতে অভিনয় করেছেন হাগ জ্যাকম্যান, লরা ডার্ন এবং ভানেসা কিরবি। দি সন ছবিটি ভারত, পূর্ব ইউরোপ এবং তুরস্কেও মুক্তি পাবে।
এসটিএক্স এন্টারটেইনমেন্ট ফিল্মসের ‘গ্রীণল্যান্ড: মাইগ্রেশন’ ছবিটির নিলামের ব্যবস্থা করা হয়। স্থানীয়ভাবে প্রদর্শনের জন্য ছবিটির নিলাম মূল্য নির্ধারণ করা হয় ২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক বাজারের জন্য ৫০ মিলিয়ন ডলার। নিলামের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবসায়ীরাও রয়েছেন।
লিওনাইন কোম্পানির প্রধান ফ্রেড কোগেল বলেছেন, ‘যেসব ছবিগুলো বিক্রির কথা হচ্ছে সেগুলো চমৎকার এবং ভিন্ন ভিন্ন ধারার। এ গুলো মধ্যম বাজেটের। বাজারে অনেক বড় বাজেট ও বাণিজ্যিক ছবি আসাও অব্যাহত আছে।’ তিনি বলেন, ‘মাসল ছবিটি অনেক বেশি বাণিজ্যিক। সেটাও বাজারজাত হবে। চলতি বছরের বসন্তকালে এর চাইতেও বাণিজ্যিক ছবি আমরা দিতে যাচ্ছি।’
এছাড়াও রয়েছে এমজিএমের ‘পুসি আইল্যান্ড’। জো ক্রাবিজের এটি প্রথম ছবি এবং অভিনয় করেছেন নাওমী এক্কি এবং চ্যানিং টাটুম। আলেকজান্ডার পেইন পরিচালিত ফিল্ম হোল্ডওভার্সের বিশ্বব্যাপী রাইট নিয়েছে মিরাম্যাক্স। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইডওয়েজ তারকা পল গিয়ামাত্তি। কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের ছবি ‘ফ্লাগ ডে’-এর উত্তর আমেরিকার রাইট নিয়েছে এমজিএম।
ব্যাক উইডো ছবিটি ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছে। দি ডিজনি/ মার্বেল সুপারহিরো ছবিটি বিশ্বের ১১টি দেশে মুক্তি পেয়েছে। একদিনেই ছবিটি টিকিট মূল্যে ৪.৯ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে যুক্তরাজ্যে ১.৭ মিলিয়ন এবং ফ্রান্সে ১.৬ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।
ইতোমধ্যে স্কারলেট জোহানসন তারকায়িত ব্যাক উইডো দেশে এবং বিদেশের ৪৬টি দেশে মুক্তি পেয়ে আয় করেছে ৫০ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকা থেকেই ছবিটি আয় করেছে ৭৫ থেকে ৮৫ মিলিয়ন ডলার। বø্যাক উইডো যদি হিট হয়ে যায় তাহলে ইউনিভার্সালের ফাস্ট এ্যান্ড ফিউরির সিক্যুয়াল এফনাইন-এর এক সপ্তাহের আয় ৭০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বø্যাক উইডো এখন সিনেমা হলে চলছে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস টিকিটের দাম রেখেছে ৩০ ডলার।