শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, আটক এক

মাসুদা ইয়াসমিন : [২] ধর্ষণে সহায়তার অভিযোগে সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ধষর্ণের ঘটনা ঘটে।

[৩] এ ঘটনায় ধর্ষণকারী সাব্বিরসহ আরও ১ সহায়তাকারী পলাতক রয়েছেন। মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।

[৪] আটক সাগর বাইপাইল এলাকার শান্তিনগরের সেলিমের বাড়ির ভাড়াটিয়া। সোমবার রাতে তাকে আটক করা হয়।

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একই বাসার ভাড়াটিয়া সাব্বির ভুক্তভোগী কাছে আগুন জালানোর জন্য গ্যাসলাইট চায়। গ্যাসলাইট দেওয়ার জন্য ওই নারী ঘরে প্রবেশ করলে সাব্বিরও কৌশলে রুমে প্রবেশ করে। এ সময় বাইরে থাকা সাগর ঘরের দরজা লাগিয়ে দিলে ওই নারীকে ধর্ষণ করে সাব্বির। পরে ঘরের ভেতর থেকে সাব্বির বের হওয়ার জন্য শব্দ করলে দরজা খুলে দেয় সাগর। এরপর তারা দুজনই সেখান থেকে দ্রুত চলে যায়।

[৬] ভুক্তভোগীর স্বামী জানান, তিনি বিকেলে কাজ সেরে বাসায় ফিরলে তার স্ত্রী সব খুলে বলেন তাকে। পরে স্ত্রীসহ অভিযুক্ত আছমা বেগমকে বিষয়টি জানালে সাব্বির, সাগর ও আছমা একত্র হয়ে তাদের সাথে খারাপ আচরণ করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে রাতে সাব্বিরের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাসা ছেড়ে যেতে বলেন তারা। পরে থানায় অভিযোগ দিলে সোমবার রাতে সাগরকে আটক করে পুলিশ।

[৭] আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, অভিযোগ দায়েরের পরপরই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়