হংকংয়ে বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ২ শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক একজন দমকলকর্মীও রয়েছেন এবং আরও ১১ জন দমকলকর্মীসহ ৭৯ জন আহত হয়েছেন।
নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং পিং-কেউং জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ১২৮ জনে পৌঁছেছে, তবে আগুন নিয়ন্ত্রণের পর এখন ভবনগুলোর ভেতরে উদ্ধার অভিযান চলমান থাকায় আরও মরদেহ পাওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, প্রায় ২০০ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং ৮০টি মরদেহ রয়েছে যাদের শনাক্ত করা যাচ্ছে না।
হংকংয়ের সরকারের এক বিবৃতিতে অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ নামে আবাসন কমপ্লেক্সে এই আগুনের ঘটনা ঘটে। একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, মোট আটটি ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ২ হাজারের বেশি আবাসিক ইউনিট রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বসবাস করতেন।
এদিকে দমকল বিভাগ জানিয়েছে, ওয়াং ফুক কোর্টের সাতটি আবাসিক ভবনে লাগা এই আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: রয়টার্স