আতিকুর রহমান: [২] গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুর“হয়েছে । সিভিল সার্জন মো. খায়র“জ্জামান এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
[৩] তিনি জানান, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ও শহীদ আহসান উলাহ জেনারেল হাসাপাতাল কেন্দ্র থেকে আমেরিকা থেকে আসা মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ করা শুর“ হয়েছে। পরবর্তীতে এ ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র বাড়ানো হবে।
[৪] গাজীপুরের জন্য মোট ৬৪ হাজার ৮শ' ডোজ মডার্নার টিকা এসেছে। মডার্নার এসব টিকা প্রথমে শুধু গাজীপুর মহানগরের বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করা হবে।