শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় বিকাশ এজেন্টের টাকা ছিনতাই কালে যুবক আটক

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে নামে এক শামীম মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাই কালে ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি ও তার সহযোগি বেল্লালও গুরুতর আহত হন। অভিযুক্ত শামীম মোল্লা উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে।

[৩] সে চেয়ারম্যান প্রার্থী সেলিম জমাদ্দারকে হত্যাচেষ্টা মামলারও প্রধান আসামী। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাই জাকির হোসেন দর্জি রোববার রাতে শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাবুর হাট বাজারের মোবাইল ও বিকাশ ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসামাত্র ছিনতাইকারি শামীম মোল্লা ও তার সহোযোগিরা ওই ব্যবসায়ীকে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে শামীম মোল্লাকে আটক করে গণধোলাই দেয় কিন্তু অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ছিনতাইকারি শামীম মোল্লাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

[৫] মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলা ও চিকিৎসা সেবা দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারি শামীম মোল্লাকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়