শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় বিকাশ এজেন্টের টাকা ছিনতাই কালে যুবক আটক

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে নামে এক শামীম মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাই কালে ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি ও তার সহযোগি বেল্লালও গুরুতর আহত হন। অভিযুক্ত শামীম মোল্লা উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে।

[৩] সে চেয়ারম্যান প্রার্থী সেলিম জমাদ্দারকে হত্যাচেষ্টা মামলারও প্রধান আসামী। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাই জাকির হোসেন দর্জি রোববার রাতে শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাবুর হাট বাজারের মোবাইল ও বিকাশ ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসামাত্র ছিনতাইকারি শামীম মোল্লা ও তার সহোযোগিরা ওই ব্যবসায়ীকে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে শামীম মোল্লাকে আটক করে গণধোলাই দেয় কিন্তু অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ছিনতাইকারি শামীম মোল্লাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

[৫] মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলা ও চিকিৎসা সেবা দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারি শামীম মোল্লাকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়